হুইসেল প্ল্যানার কি?

হুইসেল প্ল্যানার হচ্ছে একজন মানুষের আগামী দিনের বা সপ্তাহের কিংবা মাসের কার্যক্রমগুলোকে সু-শৃঙ্খলভাবে সাজিয়ে নেওয়ার মাধ্যম যা ব্যক্তির নিজের উৎপাদনশীলতা বৃদ্ধি করার একটি লিখিত নকশা। প্ল্যানারটি পরবর্তীদিনের পরিকল্পনা, পরিকল্পনা অনুসারে কাজের অগ্রগতি মূল্যায়ন এবং সাফল্যের পথে অগ্রসর হতে একজন মানুষকে সহায়তা করে।

হুইসেল প্ল্যানারে কি কি থাকছে?

“সকাল থেকে রাত এক প্ল্যানারেই হবে বাজিমাত”-হুইসেল প্ল্যানারে থাকছে তেমনই কিছু শিক্ষামূলক উপকরণ যা প্রতিটি মানুষ মজায় মজায় শিখবে,জানবে সব নতুন সৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সকল কাজই হোক নিয়ম মেনে। নিজেকে মূল্যায়ন এবং প্রতিদিনের গোছানো কাজের সমাহার নিয়ে হুইসেল প্ল্যানার থাকবে ব্যবহারকারীর সাথে। সেই সাথে থাকবে সৃজনশীলতার সাথে নিজেকে গড়ে তোলার উপায় ও উপকরণসমূহ।

হুইসেল প্ল্যানার কাদের জন্য?

“ছোট থেকে বড়, হুইসেল প্ল্যানার হবে সবার জন্য।” বয়সভেদে নয় বরং নিজের অভ্যাসের অনুশীলনের উপর ভিত্তি করেই সবার সাথে থাকবে হুইসেল প্ল্যানার। বয়সকে সংখ্যায় হিসেব না করে জ্ঞানের পরিধিতে হিসেব করে হুইসেল প্ল্যানারে নাম লিখে নিন চটজলদি।

হুইসেল প্ল্যানার কেন?

সমস্যা যেমন মানুষের নিত্যদিনের সঙ্গী, ঠিক তেমনি সমস্যার সমাধান করে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে হুইসেলও প্রস্তুত প্রতিটি মানুষের বন্ধু হিসেবে হুইসেল প্ল্যানার নিয়ে। রুটিন মেনে কাজ, শৃঙ্খলাবদ্ধ পরিচালনা,গোছানো সব আয়োজন অর্থাৎ একের ভিতর সব।